ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

রোনালদোকে হটিয়ে সেরা অ্যাথলেট মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
রোনালদোকে হটিয়ে সেরা অ্যাথলেট মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: আরো একটি পুরস্কার ঘরে তুললেন লিওনেল মেসি। এবার বার্সেলোনার এ সুপার স্টার ২০১৫ সালের ইএসপিওয়াই সেরা অ্যাথলেট (খেলোয়াড়) অ্যাওয়ার্ড জিতে নিলেন।

লস অ্যাঞ্জেলসে মাইক্রোসফট থিয়েটারে এক গালা অনুষ্ঠানে আর্জেন্টাইন অধিনায়ককে পুরস্কারটি দেওয়া হয়। এর আগে ২০১২ সালে তিনি এ পুরস্কারটি প্রথমবারের মত জিতেছিলেন।

এ অ্যাওয়ার্ডটি পেতে মেসি সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ, বৃটিশ ফরমুলা ওয়ান চ্যাম্পিয়ন লিউস হ্যামিল্টন, কোরিয়ান গলফার লাদিয়া কো ও রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোকে হারান।

ফুটবল বিশ্বে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ অধিনায়ক রোনালদো গত বছর এ পুরস্কারটি জিতেছিলেন। মেসি ২০১৪/১৫ মৌসুমে বার্সার হয়ে সর্বোচ্চ ৫৮টি গোল করেছিলেন। অন্যদিকে কাতালানদের ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মত ট্রেবল জয়ে রাখেন অসাধারণ ভূমিকা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।