ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

রিয়ালেই থাকছেন রামোস: বেনিতেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
রিয়ালেই থাকছেন রামোস: বেনিতেজ রামোসের সঙ্গে সতীর্থ বেল / ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুম শেষে হতেই সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদ ছাড়ায় গুঞ্জন চলছিল। বিভিন্ন গণ মাধ্যমে জানা যায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন এ ডিফেন্ডার।

তবে সব জল্পনার অসবান ঘটিয়ে অবশেষে দলের নতুন কোচ রাফায়েল বেনিতেজ জানিয়েছেন সান্থিয়াগো বার্নাব্যুতেই থাকেছেন রামোস।

২০১৪-১৫ মৌসুমে শিরোপা বঞ্চিত রিয়ালের কোচ কার্লোস ‍আনচেলত্তিকে বাদ দেওয়া হলে সাবেক লিভারপুল বস বেনিতেজকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর ক্লাবে এসে তিনি জানান, র‍ামোসকে বিক্রি করার কোন ইচ্ছাই তার নেই। অন্যদিকে স্পেন জাতীয় দলের এ তারকা বর্তমানে অস্ট্রেলিয়া দলের প্রাক-মৌসুম অনুশীলনেও আছেন।

এ ‍প্রসঙ্গে বেনিতেজ বলেন, ‘রামোসকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আমার কাছে সে একজন চরম পেশাদার ফুটবলার। আর দলের প্রেসিডেন্ট ইতোমধ্যে জানিয়ে দিযেছেন ২৯ বছরের এ তারকা রিয়ালেই থাকছে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।