ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ডেম্পসির হ্যাটট্রিকে বিধ্বস্ত কিউবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
ডেম্পসির হ্যাটট্রিকে বিধ্বস্ত কিউবা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লিন্ট ডেম্পসির হ্যাটট্রিকে কিউবাকে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে কিউবানদের ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র।



মেরিল্যান্ডের এম এন্ড টি ব্যাংক স্টেডিয়ামে এদিন কিউবাকে কোন সুযোগই দেয়নি স্বাগতিকরা। খেলার প্রথম থেকে প্রতিপক্ষের ওপর চওড়া হয়ে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সেই সুবাদে ম্যাচে মাত্র চার মিনিটেই নিজের প্রথম গোল করে দলকে লিড পাইয়ে দেন ডেম্পসি।

ম্যাচের ১৫ মিনিটে দলের লিড দ্বিগুন করেন গায়সি জারডেস। আর ৩২ মিনিটে লিড তিনে নিযে যান অ্যারন জোহানসন। তবে খেলার প্রথমার্ধের শেষ মিনিটে ওমর গঞ্জালেস গোল করলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

বিরতির পর আবারো জ্বলে ওঠেন ডেম্পসি। ম্যাচের ৬৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। আর খেলার নির্ধারিত সময়ে ১২ মিনিট আগে আরো একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এ স্ট্রাইকার। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।