ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে পিএসজির জয় ছবি : সংগৃহীত

ঢাকা: পিছিয়ে পড়েও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বেনফিকাকে ৩-২ গোলে হারালো প্যারিস সেন্ট জার্মেই। টরেন্টোর বিএমও ফিল্ডে প্রাক-মৌসুমের এ খেলায় পিএসজির হয়ে জেন-কেভিন অগাস্টিন, লুকাস মউরা ও লুকাস ডিজেন একটি করে গোল করেন।

আর বেনফিকার হয়ে একটি করে গোল করেন অ্যান্ডারসন তালিস্কা ও জোনাস।

এ ম্যাচে পিএসজির হয়ে মাঠে ছিলেন না তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়াগো মোত্তা ও মার্কো ভেরাত্তি। তবে খেলার ২৯ মিনিটে অবশ্য দলটির হয়ে লিড নেন অগাস্টিন। কিন্তু পাঁচ মিনিট পরেই ইতালিয়ান ক্লাবটির হয়ে তালিস্কা গোল করলে সমতায় ফেরে বেনফিকা।

এদিকে খেলার প্রথমার্ধের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে জোনাস গোল করলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বেনফিকা।

বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় লিগ ওয়ানের চ্যাম্পিয়ন দলটি। সেই সুবাদে খেলার ৬৪ মিনিটে লুকাস পিএসজিকে সমতায় ফেরান (২-২)। তিনি পেনাল্টির মাধ্যমে গোলটি করেন।

সমতায় থাকা অবস্থায় ৭৯ মিনিটে খেলার মোড় ঘুড়ে যায়। এ সময় পিএসজি তারকা ডিজেন অসাধারণ একটি গোল করলে জয় নিশ্চিত হয় পিএসজির। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।