ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

স্পেনের ঘরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
স্পেনের ঘরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ শিরোপা

ঢাকা: রাশিয়া অনূর্ধ্ব-১৯কে ২-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে শিরোপা ঘরে তুললো স্পেন অনূর্ধ্ব-১৯। রোববারের (১৯ জুলাই) ফাইনালে এ জয় নিশ্চিত করে স্পেন যুবারা।



এর আগে গ্রুপ পর্বে দু’দলের সাক্ষাতে রাশিয়া ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল। তবে ফাইনালে মধুর প্রতিশোধ নিয়ে এ আসরে সাতবারের চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করলো লা রোজিতারা।

রিয়াল মাদ্রিদের যুব দলে খেলা বোরজা মায়োরাল প্রথমার্ধে গোল করে স্পেনকে ১-০ গোলে এগিয়ে রাখে। আর দ্বিতীয়র্ধের ৭৮ মিনিটে ভিয়ারিয়ালের তারকা মাতিয়াস নাহুয়েল গোল করলে জয় নিশ্চিত হয় দলটির।

বিগত পাঁচ বছরের মধ্যে স্পেনের এটি তৃতীয় শিরোপা জয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।