ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

এ যুগে মেসি ফুটবলের ‘পেলে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এ যুগে মেসি ফুটবলের ‘পেলে’

ঢাকা: ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির নাম উচ্চারিত হয়। ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার জুলিয়ানো বেলেত্তির মতে, এ যুগে মেসিই ফুটবলের ‘পেলে’।

 

আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের পরিসংখ্যানে মেসির সবকিছুই পাওয়া হয়ে গেছে। ক্লাব পর্যায়ের পরিসংখ্যান তার আরও পোক্ত। তবে, সব শ্রেষ্ঠত্বের খাতায় একদিক দিয়ে পিছিয়ে যান আর্জেন্টাইন দলপতি। আর সেটি হলো দেশের হয়ে বিশ্বকাপ জিততে পারেন নি বার্সেলোনার এ তারকা। যা জিতে দেখিয়েছেন পেলে, ম্যারাডোনারা।

পেলে, ম্যারাডোনার সঙ্গে এক কাতারে মেসির নাম এলেই সকলের চোখে ভাসে দেশের জার্সি গায়ে আর্জেন্টাইন বর্তমান অধিনায়কের ব্যর্থতা। কাতালান ক্লাবের হয়ে যেখানে তিনি গত মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছেন, সেখানে দেশের হয়ে জিততে পারেন নি কোপা আমেরিকার শিরোপা।

সেলেকাওদের জার্সি গায়ে ২৩ ম্যাচ খেলা জুলিয়ানো জানিয়েছেন, মেসি বর্তমান ফুটবলের সেরা তারকা তাতে কোনো সন্দেহ নেই। সে এ যুগের ‘পেলে’। দেশের জার্সি গায়ে মেসি ব্যর্থ হওয়ায় আমি তার কোনো সমালোচনা করছি না। আমি এটাও বুঝতে পারি না কেনো তার নিজ দেশের সমর্থকরা মেসিকে নিয়ে সমালোচনায় মেতে উঠে।

বার্সেলোনার হয়ে খেলা ব্রাজিলের এ সাবেক তারকা আরও বলেন, আপনি মেসির মতো বড় মাপের একজন ফুটবলারকে সমালোচনায় বিদ্ধ করতে পারেন না। কিন্তু এমনটিই ঘটছে। ব্রাজিলে খেলার সময় রোনালদিনহোকেও এমন সমালোচনা শুনতে হয়েছিল। সেও বার্সেলোনার হয়ে অনেক কিছু পেয়েছে।

আর্জেন্টাইনদের হয়ে মাঠে নেমে মেসি ১০৩ ম্যাচ খেলে গোল করেছেন ৪৬টি। আর কাতালান জায়ান্টদের হয়ে সবরকমের প্রতিযোগিতা মিলিয়ে মেসি ৫১৪ ম্যাচ খেলে গোল করেছেন ৪২৩টি।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ২১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।