ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ম্যারাডোনার অভিযোগের শুনানি শিগগিরিই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
ম্যারাডোনার অভিযোগের শুনানি শিগগিরিই ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা তার প্রাক্তন স্ত্রী ক্লদিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগ এনেছেন তার শুনানি শিগগিরি হবে বলে জানা গেছে।

এর আগে সাবেক স্ত্রী’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ম্যারাডোনা।

৬০ লক্ষ মার্কিন ডলার হাতানোর অভিযোগ তোলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর।

অভিযোগে ম্যারাডোনা জানান, ক্লদিয়া তার জাতীয় ও আন্তর্জাতিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৬০ লক্ষ মার্কিন ডলার পাচার করেছে। তিনি আরও জানান, আমার সাবেক স্ত্রী’র বিপক্ষে আমার কাছে চূড়ান্ত সব প্রমাণাদি রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, ক্লদিয়া ও তার দুই মেয়ে দালমা, জিয়ানিনার উপস্থিতিতে পরবর্তী শুনানি হতে পারে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।