ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

হাসপাতাল ছাড়লেন ‘কালো মানিক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
হাসপাতাল ছাড়লেন ‘কালো মানিক’ ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রাজিল ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। মঙ্গলবার (২১ জুলাই) ৭৪ বছর বয়সী পেলেকে সাও পাওলোর দ্য অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়।



হাসপাতাল ও ফুটবলের ‘কালো মানিক’ খ্যাত পেলের পরিবারের পক্ষ থেকে তাকে বাসায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার মেরুদণ্ডের সমস্যার জন্য পেলের সার্জারি করা হয়। এ বছরের মে মাসে মূত্রথলীর অপারেশন করেছিলেন তিনবারের বিশ্বকাপ জয়ী এ ব্রাজিলিয়ান। তারও আগে কিডনির সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন তিনি। অস্ত্রোপচার করে তখন কিডনি থেকে পাথর সরানো হয়েছিল।

ব্রাজিলের সংবাদ মাধ্যম থেকে জানা যায় সাবেক সান্তোস ফুটবলারের পেশীতে সমস্যাও ছিল।

এ নিয়ে ‍তৃতীয়বার একই হাসপাতালে চিকিৎসা নিলেন পেলে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।