ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানসিটির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ট্রাইবেকারে রোমাকে হারালো ম্যানচেস্টার সিটি। মেলবোর্ন ক্রিকেট ক্লাবে খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় পেনাল্টি শুট আউটে ইতালিয়ান ক্লাবকে ৫-৪ ব্যবধানে হারায় ইংলিশ জায়ান্টরা।



এদিন শুরু থেকেই মাঠের খেলায় জমজমাট লড়াই করে দু’দল। ম্যাচের তিন মিনিটেই লিভারপুল থেকে ম্যানসিটিতে যোগ দেওয়া রাহিম স্টারলিং সিটিজেনদের লিড পাইয়ে দেন। কেলেছি লেনাছোর অ্যাসিস্টে দারুণ শটে দলের হয়ে প্রথম গোল করেন এ ইংলিশ স্ট্রাইকার।

তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানসিটি। পাঁচ মিনিট পরেই মিরালেম পিজেনিকের গোলে সমতা পায় রোমা। পরে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরেই অবশ্য দলের লিড নেয় সিটিজেনরা। প্রথম গোলের যোগানদাতা লেনাছোর গোলেই এগিয়ে যায় দলটি। এদিকে জয় প্রায় নিশ্চিত ম্যানসিটির সামনে। তবে নির্ধারিত সময়ের তিন মিনিট আগে আদেম এলজাজিক গোল করলে আবারো সমতায় ফেরে রোমা।

এ ম্যাচের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোন অতিরিক্ত সময় না থাকায় রেফারি ট্রাইবেকারের বাঁশি বাজান। আর পেনাল্টিতে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা ৫-৪ ব্যবধানে জয় লাভ করে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।