ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

দুই ‘শেখ’-এর লড়াইয়ে জিতলো জামাল

স্পোর্টস করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
দুই ‘শেখ’-এর লড়াইয়ে জিতলো জামাল ছবি: সংগৃহীত

ঢাকা: ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’-এ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এই ম্যাচে হারতে হারতে জেতে জামাল।

কেননা, ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল রাসেলই (প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল জামাল)! ৯০ মিনিটে এবং ইনজুরি টাইমে টানা দুটি গোল করে অবিশ্বাস্যভাবে গোল করে জয় ছিনিয়ে নেয় জামাল।

ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়ে জামাল শিবির। ভিআইপি বক্স থেকে আনন্দের আতিশ্যয্যে মাঠে নেমে আসেন জামালের সভাপতি মনজুর কাদের। আবেগে বুকে জড়িয়ে ধরেন ফুটবলার ও কোচকে। ফুটবলাররাও তাঁকে কাঁধে উঠিয়ে নিয়ে উৎসবে মাতে। তারপর মনজুর কাদের তার দলের সবার উদ্দেশ্যে পাঁচ লাখ টাকা বোনাস উপহার দেয়ার কথা ঘোষণা করেন। এতে খুশির মাত্রা হয়ে যায় দ্বিগুণ।

দারুণ এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সুবাস পেতে শুরু করেছে মামুনুল শিবির। ২০১৩-১৪ মৌসুমের লীগ চ্যাম্পিয়ন ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত জামালের এটা ১৬ খেলায় দ্বাদশ জয়। ৩৯ পয়েন্ট নিয়ে তারা অন্যদের চেয়ে ব্যবধান বাড়িয়ে নিল আরও। পক্ষান্তরে ২০১২-১৩ মৌসুমের লিগ শিরোপাধারী ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেলের এটা ১৫ ম্যাচে চতুর্থ হার। ২৯ পয়েন্ট নিয়ে আপাতত আছে চতুর্থ অবস্থানে (ঢাকা আবাহনী-ব্রাদার্স ম্যাচের আগ পর্যন্ত)।

মঙ্গলবারের ম্যাচে রাসেল জিতলে নিতে পারতো প্রতিশোধ। লীগের প্রথম পর্বে জামাল-রাসেল দ্বৈরথে জয়ী হয়েছিল জামালই। ল্যান্ডিং ডার্বোয়ের গোলে জামাল হেসেছিল বিজয়ীর হাসি। ঈদুল ফিতরের ছুটি শেষ হবার পর জামাল-রাসেল ম্যাচদিয়েই শুরু হয় লীগের সপ্তদশ রাউন্ডের প্রথম ম্যাচটি (ম্যাচ নম্বর ৮১)

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।