ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

চেলসিতেই থাকবেন ব্রাজিলিয়ান অস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
চেলসিতেই থাকবেন ব্রাজিলিয়ান অস্কার সংগৃহীত

ঢাকা: জুভেন্টাসের প্রস্তাব ফিরিয়ে দিয়ে চেলসিতেই থাকার কথা জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার অস্কার। তিনি জানান, পরের মৌসুমেও ব্লুজদের হয়ে মাঠে থাকবেন।



ব্রাজিলের তারকা এ মিডফিল্ডারকে পেতে উঠেপড়ে লাগে জুভেন্টাস। জুভিদের কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির ইচ্ছাতেই ক্লাব কর্তৃপক্ষ নতুন মৌসুমে অস্কারকে দলে ভেড়ানোর প্রস্তাব করে। জানা যায়, দলটির তারকা আন্দ্রে পিরলোর ক্লাব ছেড়ে চলে যাওয়ার পর জুভি কোচ অস্কারকে নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন।

তবে, জুভিদের এ প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির তারকা অস্কার।

তিনি বলেন, আমি নতুন মৌসুমটি চেলসিতেই কাটাতে চাই। ব্লুজদের হয়ে নতুন মৌসুমের প্রায় সব শিরোপার স্বাদ নিতে আমি মুখিয়ে আছি। হোসে মরিনহোর (চেলসির কোচ) সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।