ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

খেলোয়াড় কেনাবেচা থেকে বিরত বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
খেলোয়াড় কেনাবেচা থেকে বিরত বার্সা বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ/ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রীষ্মকালীন দলবদলের বাজারে আর কোনো খেলোয়াড় কিনতে রাজি নন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। অন্যদিকে, দলের কাউকে অন্য ক্লাবের কাছে ‍বিক্রি করতেও তিনি আগ্রহী নন।



ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ টুর্নামেন্টে অংশ নেয়ায় কাতালানরা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। ইতোমধ্যেই সান ফ্রান্সিসকোতে বার্সার ক্যাম্পে যোগ দিয়েছেন বার্তোমেউ। সেখানেই তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইতোমধ্যেই সেভিয়া থেকে অ্যালেক্স ভিদাল ও অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে মিডফিল্ডার আরদা তুরানকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অবশ্য ট্রান্সফার নিষেধাজ্ঞার কারণে দুজনের কেউই আগামী বছরের জানুয়ারির আগে বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না।

পেদ্রো রদ্রিগেজের ক্লাব ছাড়ার গুজব উড়িয়ে দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট। এ স্প্যানিশ ফরোয়ার্ডের জন্য এখনো কেউ প্রস্তাব দেয়নি বলে তিনি জানান। তবে পেদ্রো চাইলে তাকে ক্লাব ছাড়তে বাধা দেওয়া হবে না বলেও বার্তোমেউ নিশ্চিত করেন।

বার্তোমেউ বলেন, ‘আমরা একটা বিষয় নিশ্চিত করতে চাই, আমাদের দল এখন পরিপূর্ণ। বর্তমানে আর কোনো খেলোয়াড় কেনার পরিকল্পনা নেই। কেউ ক্লাব ছাড়বে বলেও মনে হয় না। যদি কেউ ন্যু ক্যাম্প ছাড়তে চায় তাহলে অবশ্যই আমাদের অবগত করবে। তবে, এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। আর কারো ব্যাপারে অন্যান্য ক্লাব থেকে প্রস্তাবও পাইনি। ’

উল্লেখ্য, গত ১৮ জুলাই বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন বার্তোমেউ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।