ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বেনিতেজের কোচিংয়ে খুশি নন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
বেনিতেজের কোচিংয়ে খুশি নন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের আগে অনুশীলনে সাবেক লিভারপুল কোচ দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মন যোগাতে পারেন নি।



বুধবার(২১ জুলাই) রিয়ালের অনুশীলনে সিআর সেভেন খ্যাত এ স্ট্রাইকার বেনিতেজের সমালোচনা করেন।

অনুশীলনের সময় স্প্যানিশ একটি টেলিভিশন রোনালদোর অভিযোগ রেকর্ড করে। যেখানে রোনালদো বলছিলেন, ‘শুধু পর্তুগিজের ফাউল দেখছে কোচ। ’ এদিন চূড়ান্ত অনুশীলনের পরও কোচে প্রতি অভিযোগ দিতে শোনা যায় রোনালদোর কন্ঠে।

এদিন একটি অনুশীলন ছিল যেখানে খেলোয়াড়রা লম্বা দুরত্ব থেকে ছোট একটি গোলবারে বল পাঠাবে। তবে কোচের এমন পরামর্শটি পছন্দ হয়নি পর্তুগিজ অধিনায়কের।

এ প্রসঙ্গে পরে বেনিতেজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সঙ্গে তার সম্পর্ক অন্যান্য ফুটবলারদের মতই। আমি তাদের অনেক কিছু বলি। আর এটা স্বাভাবিক প্রক্রিয়া। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।