ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

স্কলারির শিষ্যদের কাছে বায়ার্নের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
স্কলারির শিষ্যদের কাছে বায়ার্নের হার ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়া সফরের শেষটা বায়ার্ন মিউনিখের কাছে দুঃস্মৃতি হয়েই থাকবে।   ক্লাব প্রীতি ম্যাচে গুয়াংঝো এভারগ্রান্ডের কাছে হেরে গেছে জার্মান জায়ান্টরা।

চীনের ফুটবল ক্লাবটির কোচের দায়িত্বে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কোচ লুইস ফেলিপে স্কলারি। তার কৌশলের কাছেই মাথানত করে বাভারিয়ানরা।

নির্ধারিত সময়ে চাইনিজদের জালে একবারও বল পাঠাতে পারেননি মুলার-গোতজে-লেভানডফস্কিরা। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জয়ের উচ্ছ্বাসে ভাসে স্কলারির শিষ্যরা। অন্যদিকে, লজ্জাজনক পরাজয়ে হতাশায় নিমজ্জিত থাকে ইউরোপের পরাশক্তিরা।

বায়ার্নের হয়ে পেনাল্টি শুটআউটের প্রথম শটটিই মিস করেন থমাস মুলার। এটিই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। চাইনিজরা পাঁচটি কিক থেকে লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করে।

এর আগে চীন সফরে গিয়ে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে পরপর দুই ম্যাচেই জয় পায় বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। কিন্তু, চীনা ক্লাব গুয়াংঝোর বিপক্ষে যে হারের স্বাদ নিতে হবে তা মনে হয় বায়ার্ন কোচ পেপ গার্দিওলা কল্পনাও করেননি!

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।