ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

উয়েফার শাস্তির বিরুদ্ধে বার্সার আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
উয়েফার শাস্তির বিরুদ্ধে বার্সার আপিল ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ফাইনাল চলাকালীন সমর্থকরা কাতালান পতাকা উড়ানোয় বার্সেলোনাকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক ঘোষণায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা শাস্তির বিষয়টি নিশ্চিত করে।

তবে এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

বার্লিনে গত জুন মাসে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলে বার্সা।



উয়েফার নিয়ম অনুযায়ী ফুটবল ম্যাচে কথাবার্তা, অঙ্গভঙ্গি ও কোনো বস্তু দিয়ে খেলার পরিপন্থী কোনো ম্যাসেজ দেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে রাজনৈতিক, ভাবাদর্শগত, ধর্মীয়, আক্রমণাত্মক ও উত্তেজক বার্তা প্রদান মোটেই গ্রহণযোগ্য নয়। তাই স্বাধীন রাষ্ট্র না হওয়া স্বত্ত্বেও কাতালান সমর্থকরা গ্যালারিতে কাতালান পতাকা উন্মুক্ত করাতেই বার্সাকে শাস্তির আওতায় পড়তে হয়েছে।

বার্সা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘এফসি বার্সেলোনা উয়েফার সিদ্ধান্তকে সম্মান জানায়। তবে যাই হোক না কেন, আমরা তাদের সিদ্ধান্তের সঙ্গে একমত নই। তাছাড়া তাদের প্রতিনিধির দেওয়া রিপোর্টে আমাদের খেলোয়াড় ও সমর্থকদের আচরণের প্রশংসা করা হয়েছে। তাই উয়েফার শাস্তির বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিয়ে আপিল করব। ’

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।