ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

এবার 'পোশাক' বিতর্কে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এবার 'পোশাক' বিতর্কে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: তারকাদের সবকিছু নিয়ে একটু মাতামাতি বেশিই হয়। ঠিক তেমনটি হয়েছে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির ক্ষেত্রেও।

তিনি যা করেন তা নিয়েই আলোচনা আর সমালোচনার ঝড়। এবার তার 'ড্রেস সেন্স' নিয়ে সরগরম ফুটবল বিশ্ব।

বার্সার সাবেক সতীর্থ স্যামুয়েল ইতোর অনুরোধে একটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপনের জন্য গ্যাবনে গিয়েছিলেন মেসি। সেখানে গ্যাবনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সময় 'ড্রেস কোড' না মানায় শুরু হয়েছে সমালোচনা। প্রেসিডেন্ট আলি বোঙ্গো ওন্দিম্বার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হাফ প্যান্ট আর টি-শার্ট পরিধান করেন তিনি। এমনকি দাড়িও পর্যন্ত কামাননি বার্সা তারকা।

ফলে যা হবার তাই হয়েছে। এ ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে সে দেশে। বলা হচ্ছে, বেড়ানোর পোশাকে গিয়ে প্রেসিডেন্টকেই অপমান করেছেন মেসি! এমনিক বিষয়টি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। গ্যাবনের বিরোধী দল ইউপিজি মেসির এমন আচরণ একেবারেই মেনে নিতে পারেনি। তারা এ বিষয়ে এক বিবৃতি জানায়, ‘ফুটবলার মেসি গ্যাবনে এমন ভাবে নামলেন যেন চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। গাল ভর্তি দাড়ি। হাত পকেটে ঢোকানো। যেন চিড়িয়াখানায় পশুদের বাদাম খাওয়াতে এসেছেন। ’

মেসির ড্রেস নিয়ে বিতর্ক এই নতুন নয়। বছর খানেক আগে ব্যালন ডি'অর অনুষ্ঠানে অদ্ভুত দর্শন স্যুট পরে বিতর্কের জন্ম দেন এই সুপারস্টার।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।