ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

রিয়ালে থামলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
রিয়ালে থামলো ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫-১৬ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়ন্স কাপে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে ক্লাবগুলো। তারই ধারাবাহিকতায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে শুক্রবার (২৪ জুলাই) অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছে রিয়াল।

এর আগে রিয়ালের নতুন কোচ বেনিতেজের অধীনে প্রথম ম্যাচে রোমার বিপক্ষে সাডেন ডেথে ৭-৬ গোলে হেরে অঘটনের শিকার হয় রিয়াল মাদ্রিদ। ওদিকে দারুণ ফর্মে থাকা পেল্লেগ্রিনির শিষ্যরা শেষ পাঁচ ম্যাচের একটিতে না হেরে মাঠে নামে। তবে, রিয়ালের কাছে থামে ম্যান সিটির জয়রথ।  

ম্যাচের ২১ মিনিটে গ্যারেথ বেলের কাছ থেকে বল পেয়ে গোল করেন করিম বেনজেমা (১-০)। আর ২৫ মিনিটে টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুন করেন ক্রিস্টিয়ানো রোনালদো (২-০)। প্রথমার্ধের শেষ সময়ে কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন রিয়ালের পেপে। তবে ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় ম্যান সিটির ফরোয়ার্ড ইয়াইয়া তোরে। ৩-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও রিয়ালের দখলেই ছিল মাঠ। এ পর্বেও কোন সুবিধা করতে পারেনি ম্যানুয়েল পেল্লেগ্রিনির ম্যানসিটি। উল্টো ইসকোর পাস থেকে বল পেয়ে ৭৩ মিনিটে রিয়ালের উইঙ্গার ডেনিস চেরিশেভ ব্যবধান আরেকটু বাড়িয়ে নেয় (৪-১)।

নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ার ফলে ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।