ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

রোমার পাঁচ ফুটবলার দেশে ফেরত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
রোমার পাঁচ ফুটবলার দেশে ফেরত ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাক-মৌসুম সফরে ইতালিয়ান ক্লাব রোমা এখন ইন্দোনেশিয়ায়। তবে এ সফর থেকে দলের পাঁচ ফুটবলারকে দেশে ফেরত পাঠাতে হয়েছে।

এ সফরের পরই দলটি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাবে।

শুক্রবার (২৪ জুলাই) রোমা ইন্দোনেশিয়ায় পৌঁছালে সেখানকার অভিবাসন কর্মকর্তারা পাঁচ ফুটবলারকে ভিসা সংক্রান্ত জটিলতায় আবার ইতালিতে ফেরত পাঠায়। এরা হলেন গারভিনহো, সেইডু ডোম্বিয়া, ভিক্টর ইবারবো, আদেম এলজাজিক ও অ্যান্তোনিও সানাব্রিয়া।

এ প্রসঙ্গে রোমার প্রধান নির্বাহী ইতালো জানজি বলেন, ‘এখানকার বিমানবন্দরে আমাদের জন্য একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের পাঁচজন ফুটবলারকে এ দেশে প্রবেশের অনুমতি না দেওয়ায় আমরা হতাশ। ’

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।