ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

মালদ্বীপকে হারালো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
মালদ্বীপকে হারালো বাংলাদেশ ছবি : সংগৃহীত

ঢাকা: জয় দিয়ে শুরু করলেও হার দিয়ে শেষ হল। প্রথম ম্যাচে ভিকারুননিসার বিরুদ্ধে জয় দিয়ে শুভ সূচনা করে সফরকারী মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দল।

কিন্তু দ্বিতীয় ম্যাচেই টিম বিজেএমসির কাছে পরাজয়। এরপর সেই হারের ধারা বজায় থাকলো বাংলাদেশ যুব মহিলা হ্যান্ডবল দলের কাছে হেরে তৃতীয় ম্যাচেও। সর্বশেষ ও চতুর্থ ম্যাচেও সেই হারের ধারাবাহিকতা বজায় রেখেছে সফরকারীরা।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আমন্ত্রণে এবং মালদ্বীপ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দল ১৯ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ঢাকা সফরে এসেছে। ঢাকায় অবস্থানকালীন সময়ে মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দল প্রতিদিনই প্রশিক্ষণ কর্মসূচী চলমান রাখে। সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন মহিলা হ্যান্ডবল দলের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেয়। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় মহিলা হ্যান্ডবল দল ১৯-১৬ গোলে মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দলকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ১০-৭ গোলে এগিয়ে ছিল।

উল্লেখ্য, মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দল বাংলাদেশ সফরে মোট চারটি ম্যাচ খেলে। একটি ম্যাচে জয়ে পেলেও বাকি তিনটি ম্যাচের পরাজিত সফরকারীরা।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।