ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

আর্সেনালে বিধ্বস্ত লিঁও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আর্সেনালে বিধ্বস্ত লিঁও ছবি: সংগৃহীত

ঢাকা: এমিরেটস কাপে অলিম্পিকস লিঁওকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। ঘরের মাঠে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই এক হালি গোল করে স্বাগতিকরা।

আর ম্যাচ শেষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

প্রাক-মৌসুমে লিঁও, ভিয়ারিয়াল ও উলফসবার্গকে সঙ্গে নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করেছে আর্সেনাল। আর এ ম্যাচে বড় জয় পেয়ে টেবিলের শীর্ষেই রয়েছে গানাররা। এর আগে উলফবার্গকে ২-১ গোলে হারিয়েছিল ভিয়ারিয়াল।

এদিন লিঁও ঘাড়ে এক রকম চেপে বসে আর্সেনাল। খেলার ২৯ মিনিটে অলিভার জিরুদ গোল করে দলটিকে লিড পাইয়ে দেয়। আর ৩৪ মিনিটে অ্যালেক্স অক্সেলেদ-চ্যাম্বারলিন লিড দ্বিগুন করেন। তবে এক মিনিট পরেই অ্যালেক্স লোবি গোল করে ব্যবধান ৩-০তে নিয়ে যান।

আক্রমণে ব্যস্ত থাকা আর্সেনাল তিন মিনিট পরেই অ্যারন রাম্পসির সাহায্যে আরো একটি গোল পেলে ৪-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় ইংলিশ জায়ান্টরা।

বিরতির পরও বসে থাকেনি আর্সেনাল। ম্যাচের ৬২ মিনিটে মেসুত ওজিল অসাধারণ একটি গোল করে লিড নিয়ে যান পাঁচে। আর ৮৫ মিনিটে কাজোরলা গোল করে লিঁওর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।