ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

জুভেন্টাসকে হারিয়ে প্রতিশোধ নিল ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
জুভেন্টাসকে হারিয়ে প্রতিশোধ নিল ডর্টমুন্ড ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-০ গোলে হারলো জুভেন্টাস। তবে ডর্টমুন্ডের কাছে এটি প্রতিশোধের ম্যাচও বটে।

কারণ গত চ্যাম্পিয়ন্স লিগে জুভিদের কাছে হেরেই আসর থেকে বাদ পড়েছিল জার্মান দলটি।

এএফজি অ্যারিনায় ডর্টমুন্ডের হয়ে গোল দুটি করেন পিরেরে-এমরিক আয়ুবামেইয়াং ও মার্কো রিয়াস।

প্রথমার্ধের ৪০ মিনিটে আয়ুবামেইয়েংর গোলে এগিয়ে যায় বুন্দাসলিগার দলটি। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ডর্টমুন্ড।

বিরতির পর জুভেন্টাসকে কোন সুযোগ না দিয়ে খেলার ৬৪ মিনিটে ম্যাচের জয় সূচক গোলটি করেন রিয়াস। খেলার বাকি সময় আর কোন গোল হলে শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।