ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউতে যোগ দিলেন রোমেরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ম্যানইউতে যোগ দিলেন রোমেরো সার্জিও রোমেরো / ছবি: সংগৃহীত

ঢাকা: তিন বছরের চুক্তিতে আজেন্টাইন তারকা গোলরক্ষক সার্জিও রোমেরোকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া ছাড়ায় রোমেরোর সঙ্গে ফ্রি-ট্রান্সফার চুক্তি সম্পন্ন করে রেড ডেভিলসরা।

এর আগে তিনি ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর হয়ে ২০১৩-১৪ মৌসুমে ধারে খেলেছিলেন।

নিয়মিত গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ক্লাব ছাড়ার গুঞ্জন, ভিক্টর ভালদেসের ওপর কোচ লুইস ফন গালের অসন্তুষ্টি। সব কিছু মিলে নতুন গোলরক্ষক কেনার সিদ্ধান্ত নেয় ম্যানইউ। তারই ধারাবাহিকতায় ওল্ড ট্রাফোর্ডে রোমেরোর আগমন। এতে করে বার্সেলোনার সাবেক গোলরক্ষক ভালদেসের ম্যানইউ অধ্যায় এখন শেষের পথে। এ বছরের জানুয়ারিতে তার সঙ্গে দেড় বছরের চুক্তি করে ইংলিশ জায়ান্টরা।

ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমানোর মধ্য দিয়ে সাবেক গুরু ফন গালের অধীনে আবারও খেলার সুযোগ পাচ্ছেন রোমেরো। ২০০৫-০৯ সাল পর্যন্ত ডাচ ক্লাব এজে আল্কমারের কোচের দায়িত্বে ছিলেন ফন গাল। রোমেরো ২০০৭-১১ পর্যন্ত এ ক্লাবটির হয়ে খেলেছিলেন।

ম্যানইউ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে উল্লেখ করে, ‘আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোর সঙ্গে তিন বছরের চুক্তির ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। ’

অন্যদিকে, ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে রোমেরা উল্লেখ করেন, ‘ম্যানইউতে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির হয়ে খেলতে পারাটা স্বপ্ন পূরণ হওয়ার মতো। ফন গাল ‍একজন চমৎকার কোচ। ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে আমার তর সইছে না। ’

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।