ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ট্রেবল জয়ই সুয়ারেজের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ট্রেবল জয়ই সুয়ারেজের লক্ষ্য ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমের মতো নতুন মৌসুমেও ট্রেবল জিততে চান বার্সেলোনার উরুগুয়াইন তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। নিজের প্রথম মৌসুম আর আসন্ন মৌসুমের লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি।

ক্লাব সতীর্থদের ট্রেবল জয়ের চ্যালেঞ্জ নিয়ে নতুন মৌসুম শুরুর অনুরোধও জানিয়েছেন সুয়ারেজ।

গত বছর বার্সায় নাম লেখানো উরুগুয়ের এ তারকা নিজের প্রথম মৌসুমেই স্প্যানিশ জায়ান্টদের হয়ে কোপা আমেরিকা, লা লিগা আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ নিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারানোর ম্যাচে গোলও করেন সুয়ারেজ।

কাতালান ক্লাবটিতে নিজের প্রথম মৌসুম নিয়ে সুয়ারেজ বলেন, কঠিন একটি সময় পার করে আমি বার্সায় নাম লিখিয়েছিলাম। এখানে এসে অনুশীলন করেছি, কিন্তু নিষেধাজ্ঞা থাকায় মাঠে নামতে পারিনি। নতুন ক্লাব, নতুন শহর আমাকে সহজেই মানিয়ে নিতে সাহায্য করে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

বার্সার হয়ে এক মৌসুমে ৪৩ ম্যাচ খেলে ২৫ গোল করা লিভারপুলের সাবেক এ তারকা আরও বলেন, আমি খুবই গর্ববোধ করি, কাতালানদের হয়ে নিজের প্রথম মৌসুমেই ট্রেবল শিরোপা জিততে পেরেছি। নিজের দ্বিতীয় মৌসুমেও আমার লক্ষ্য ট্রেবল শিরোপা ধরে রাখা। আমি আমার সকল সতীর্থকে অনুরোধ করছি, নিজেদের সেরাটা দিয়ে ট্রেবল শিরোপা ধরে রাখার জন্য প্রস্তুত হতে।

উরুগুয়ের হয়ে ৮২ ম্যাচে ৪৩ গোল করা সুয়ারেজ জানান, বার্সা বিশ্বের সেরা একটি দল। প্রতিটি টুর্নামেন্টে দলটি জয়ের জন্য মুখিয়ে থাকে। নতুন মৌসুমেও এর ব্যতিক্রম হবে না। আমরা একটি একটি করে মৌসুমের তিনটি শিরোপাই নিজেদের কাছে রেখে দিতে চাই। নিজেদের সেরাটা দিয়ে যদি আমরা চেষ্টা করি গত মৌসুমের মতোই আসন্ন মৌসুমে ভাল কোনো ফলই আমাদের হাতে আসবে।

সুয়ারেজ প্রথম মৌসুমে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর ব্রাজিল তারকা নেইমারের পাশে খেলে ক্লাবকে গড়ে তুলেছেন বিশ্বের সেরা আক্রমণভাগের দল। লুইস এনরিকের বার্সায় গত মৌসুমে এ ত্রয়ী থেকে এসেছে ১২২টি গোল।

এ প্রসঙ্গে সুয়ারেজ বলেন, আমি বিশ্বাস করি আমরা তিনজন বিশ্বের সেরা আক্রমণভাগের নেতৃত্বে থাকি। তবে, এটা বলা যায় তিনজন যেকোনো সময় যেকোনো পজিশনে খেলে আক্রমণে যেতে পারি। আর এটাই আমাদের এক মৌসুমে এতো গোল এনে দিয়েছে। শুধূমাত্র আমরা তিনজন নই, পুরো দলটিই ছন্দে থাকলে আমাদের শিরোপা জেতা সহজ হয়ে যায়। এটা সবথেকে বেশি গুরুত্তপূর্ণ যে, দলকে আবারো ছন্দে ফিরতে হবে, নতুন মৌসুমে ট্রেবল জিততেই হবে।

লা লিগার প্রথম ম্যাচে ২২ আগস্ট মাঠে নামতে হবে মেসি-নেইমার-সুয়ারেজদের। এরপর কোপা দেল রে’র ৩২ রাউন্ডের ম্যাচে লড়তে হবে কাতালানদের। সেপ্টেম্বরের ১৫ তারিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে মাঠে নামবে লুইস এনরিকের শিষ্যরা। তবে, এর আগে ১১ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে সেভিয়ার বিপক্ষে লড়বে ট্রেবল জয়ী বার্সা। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ১৬ ডিসেম্বর মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। ২০ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপের।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৭ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।