ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ক্ষুধার্ত নেইমারের আগাম চাওয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ক্ষুধার্ত নেইমারের আগাম চাওয়া ছবি: সংগৃহীত

ঢাকা: পরের বছর কোপা আমেরিকা আর রিও ডি জেনিরোতে’তে অনুষ্ঠিত অলিম্পিকসের আসরে খেলতে চান ব্রাজিল অধিনায়ক নেইমার। আর এ কারণে বার্সেলোনার তারকা এ স্ট্রাইকার দেশের জার্সি গায়ে খেলার জন্য আগেভাগেই ক্লাবের থেকে ছুটি চেয়ে বসেছেন।



পরের বছর ব্রাজিলে আগস্টের ৩ থেকে ২০ তারিখ পর্যন্ত অলিম্পিকসের আসর বসবে। রিও ডি জেনিরোতে সে টুর্নামেন্টে খেলতে চান নেইমার। এছাড়া ২০১৬ সালের ০৩ থেকে ২৬ জুন অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার আসর বসবে যুক্তরাষ্ট্রে। সেখানেও ব্রাজিলের হয়ে মাঠে নামতে চান সেলেকাওদের নিয়মিত অধিনায়ক নেইমার।

এ প্রসঙ্গে নেইমার বলেন, সত্যিই আমি কোপা আমেরিকা আর অলিম্পিকসে ব্রাজিলের হয়ে মাঠে নামতে চাই। আমি দেশের জার্সি গায়ে খেলার জন্য ক্ষুধার্ত।

তবে, সমস্যা রয়েছে একই সময় স্প্যানিশ জায়ান্ট বার্সার লা লিগার ম্যাচ থাকায়। রাউন্ড ভিত্তিক এ লিগের ম্যাচ থাকবে আগস্টের শুরুর দিকে। ফলে, অলিম্পিকসের আসরে খেলতে ক্লাব থেকে অনুমতি নাও পেতে পারেন নেইমার। আর সে কারণেই আগে ভাগেই সেলেকাও এ সুপারস্টার ক্লাবকে ছুটির কথা জানিয়ে দিয়েছেন।

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী, দেশের জার্সি গায়ে কোনো ক্লাবের ফুটবলারকে অলিম্পিকে খেলাতে হলে অবশ্যই ক্লাব এবং দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। একক ভাবে কোনো ক্লাব কিংবা কোনো দেশ সিদ্ধান্ত নিতে পারবে না। এর আগে ২০০৮ সালে এ নিয়মের ভিত্তিতে আর্জেন্টাইন বর্তমান অধিনায়ক লিওনেল মেসিকে দেশের জার্সি গায়ে খেলার অনুমতি দিয়েছিল বার্সা। সেবার দেশের হয়ে স্বর্ণ জিতেছিলেন মেসি।

অলিম্পিকের নিয়ম অনুযায়ী কোনো দেশ ফুটবলে অংশ নিতে চাইলে তাদের ফুটবলারদের অবশ্যই ২৩ বছরের নিচে হতে হবে। তবে, ২৩ বছরের বেশি বয়সের তিনজন ফুটবলার স্কোয়াডে থাকতে পারবে। আর সে সুযোগটিকে কাজে লাগানোর জন্য নেইমার বার্সার কাছে সেসময় ছুটি চেয়েছেন। এর আগে ২০১২ সালের অলিম্পিকে ব্রাজিলের হয়ে ২৩ বছরের উপর বয়স কোটায় খেলেছিলেন হাল্ক, মার্সেলো এবং থিয়াগো সিলভা।

গত ফেব্রুয়ারিতে ২৪ বছরে পা রাখা নেইমার কোপা আমেরিকার গত আসরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞা পান। ফলে, তাকে কোপা আমেরিকার আসর শেষ না করেই বাড়ি ফিরতে হয়েছিল। নিষেধাজ্ঞার কারণে তিনি অক্টোবরে চিলি আর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন না।

তবে, নিষেধাজ্ঞা শেষ হলে দেশের জার্সি গায়ে সুদে-আসলে সব মিটিয়ে দিতে চান নেইমার। এমনকি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ থেকেই সেলেকাওদের নিজের সেরাটা বিলিয়ে দিতে চান তিনি। বার্সার এ তারকা যোগ করে আরও বলেন, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে আমি আমার সব কিছুই বিলিয়ে দেবো। জানি কাজটি কঠিন হবে। দেশের মাটিতে বিশ্বকাপে আমরা চাপে ছিলা, সফল হইনি। রাশিয়ার মাটিতে দেশকে সফল করতে চেষ্টা করব। ব্রাজিলের সকল ভক্ত-সমর্থকদের সে আশায় থাকার অনুরোধ করছি।

আগেভাগেই ক্লাব থেকে ছুটি চাওয়া প্রসঙ্গে জানা যায়, কোপা আমেরিকার আসরে নেইমারের নিষেধাজ্ঞা কমানোর সুযোগ থাকলেও ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং দলটির কোচ কার্লোস দুঙ্গা কোনো রকম আবেদন করেননি। তার বাজে আচরণে কিছুটা বিরক্ত ব্রাজিল ফুটবল ফেডারেশন নেইমারকে দলে নিতে চাইলে বার্সার সঙ্গে বসতে হবে। আর তাই কাতালানদের এ তারকা ক্লাবকে আগাম ছুটির কথা জানিয়ে দিয়েছেন।

এর আগে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতলেও অলিম্পিকসে কোনো শিরোপা জিততে পারেনি। ১৯৮৪, ১৯৮৮ এবং ২০১২ সালে দলটি রৌপ্য জিতেছিল। এছাড়া ১৯৯৬ ও ২০০৮ সালে ব্রাজিল অলিম্পিকসে ব্রোঞ্জ পদক জিতেছিল। ২০ বছর বয়সে নেইমার ২০১২ সালের আসরে খেলেছিলেন। সেবার মেক্সিকোর বিপক্ষে ফাইনালে হারতে হয়েছিল নেইমারদের।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৭ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।