ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

রিপোর্টারকে মারধর করলেন মেক্সিকান কোচ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
রিপোর্টারকে মারধর করলেন মেক্সিকান কোচ! ছবি: সংগৃহীত

ঢাকা: কনকাকাফ গোল্ডকাপের ফাইনালে জিতেও মেজাজ হারালেন মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা। নিজের সমালোচনা শুনে মেক্সিকান এ কোচ এতটাই বিরক্ত হয়েছিলেন যে, মেরে বসেন এক টেলিভিশন রিপোর্টারকে।



সম্প্রতি গোল্ডকাপের ফাইনালে জ্যামাইকাকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় হেরেরার শিষ্যরা। ফেরার পথে ফিলাফেলডিয়ার বিমানবন্দরে তিনি এক টিভি রিপোর্টারের ঘাড়ে ঘুসি মারেন। জানা যায়, আজতেকা টেলিভিশনের রিপোর্টার ক্রিস্টিয়ান মার্তিনোলি হেরেরাকে নিয়ে সমালোচনা করে একটি সংবাদ প্রকাশ করার এক পর্যায়ে মেক্সিকান কোচ তাকে মারধর করেন।

এ প্রসঙ্গে মার্তিনোলি বলেন, আমি আমার কাজ করে যাচ্ছিলাম। হেরেরার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কাজ করার এক পর্যায়ে তিনি আমাকে আঘাত করেন। আমি কিছুই করিনি, কারণ আমি তার মতো মূর্খ নই। মেক্সিকোর সাবেক ফুটবলার ও বর্তমানে টিভি রিপোর্টার লুইস গার্সিয়া এ সময় হেরেরাকে শান্ত করেন। মেক্সিকো ফুটবল ফেডারেশনের কাছে আমি অভিযোগ করেছি। তবে, তারা আমার অভিযোগ আমলে নেয়নি।

মেক্সিকো ফুটবল ফেডারেশন জানায়, হেরেরার বিরুদ্ধে যে অভিযোগ তারা শুনেছেন তার কোনো সত্যতা নেই। অভিযোগ প্রমাণ করার মতো কোনো ভিডিও বা এমন কিছু তাদের কাছে কেউ জমা দিতে পারেননি। হেরেরার বিরুদ্ধে এমন অভিযোগে তাই আপাতত কোনো সিদ্ধান্ত নেবে না মেক্সিকো ফুটবল ফেডারেশন।

গোল্ডকাপের ফাইনালে মেক্সিকানরা জ্যামাইকাকে ৩-১ গোলে পরাজিত করে। ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় হেরেরার শিষ্যরা। কোপা আমেরিকার ৪৪তম আসরে গ্রুপপর্বের তিন ম্যাচের দু’টিতে ড্র আর একটি ম্যাচ হেরে বিদায় নেয় হেরেরার ছাত্ররা। আর এসব নিয়েই সমালোচনা করেন টিভি রিপোর্টার মার্তিনোলি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।