ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বার্সাকে ফের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বার্সাকে ফের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: ফের জরিমানা গুনতে হচ্ছে ট্রেবল জয়ী স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এবারে কাতালান দলটির বিরুদ্ধে জাতীয় সংগীতকে অসম্মান করার অভিযোগ উঠেছে।

ফলে, বেশ বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে লুইস এনরিকের দলটিকে।

এর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ চলাকালীন সমর্থকরা কাতালান পতাকা উড়ানোয় বার্সেলোনাকে ৩০ হাজার ইউরো জরিমানা করে উয়েফা। ম্যাচ শেষে স্বাধীনতা নিয়ে বিরোধ চলা কাতালানদের পতাকা দলটির ফুটবলার ও কোচ মাঠে বহন করায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) এক ঘোষণায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা শাস্তির বিষয়টি নিশ্চিত করে।

বার্সার সমর্থকরা কোপা দেল রে’র ফাইনালের মাঠে কাতালানদের জাতীয় সংগীতকে অবজ্ঞা করায় এবারে জরিমানা করেছে স্পেনের বিরোধী সহিংসতা কমিশন। তারা বার্সার বিরুদ্ধে ৬৬ হাজার ইউরো জরিমানা করেছে। এ বছরের মে মাসে অনুষ্ঠিত কোপা দেল রে’র ফাইনালে সে ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে অ্যাতলেতিকো বিলবাও।

স্পেনের বিরোধী সহিংসতা কমিশন থেকে এক বিবৃতিতে জানানো হয়, একই দোষে বিলবাওকে ১৮ হাজার ইউরো জরিমানা গুনতে হবে। আর স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে গুনতে হবে ১২ হাজার তিনশো ইউরো।

কোপা দেল রে’র ফাইনালে বার্সা ৩-১ গোলে বিলবাওকে হারায়। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে কাতালানরা ট্রেবল জয়ের স্বাদ নেয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।