ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বায়ার্নে ভিদালের চুক্তি সম্পন্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বায়ার্নে ভিদালের চুক্তি সম্পন্ন ছবি: সংগৃহীত

ঢাকা: আর্তুরো ভিদালকে দলে ভেড়ানোর খবরটি আগেই নিশ্চিত করেন বায়ার্ন মিউনিখের সিইও কার্ল হেইঞ্জ রুমেনিগে। এবার চুক্তির বিষয়টি অফিসিয়ালি ঘোষণা দিয়েছে জার্মান জায়ান্টরা।



জুভেন্টাস থেকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছেন ভিদাল।

সোমবার (২৭ জুলাই) মিউনিখে পৌঁছান ভিদাল। মঙ্গলবার সকালে তার সফল মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। এর পরই তিনি প্রেস কনফারেন্সে যোগ দেন।

সম্প্রতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকেই জুভেন্টাস তারকা ভিদালকে পেতে উঠেপড়ে লাগে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বাভারিয়ানদের কোচ পেপ গার্দিওলার আগ্রহটাই ছিল বেশি। অবশেষে ইতালি ছেড়ে জার্মানিতে পাড়ি জমিয়েছেন কোপা আমেরিকা জয়ী এ মিডফিল্ডার।

এর আগে ২০০৭-১১ সাল পর্যন্ত চার মৌসুম জার্মান ক্লাব বায়ার্ন লেভারকুসেনের হয়ে খেলেছিলেন ভিদাল। ২০১১ সালেও তাকে দলে ভেড়াতে বেশ তোড়জোড় চালায় বায়ার্ন। কিন্তু, শেষ পর্যন্ত তিনি ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে বেছে নেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।