ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

থ্রোবলের সঙ্গে ওয়ালটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
থ্রোবলের সঙ্গে ওয়ালটন ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের বেঙ্গালুরুতে আগামী ৭ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে ‘পেন্টাগুলার আন্তর্জাতিক থ্রোবল চ্যাম্পিয়নশিপ’। এ টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নিচ্ছে।

দলগুলো হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টে অংশ নিতে ৩২ সদস্যের বাংলাদেশ পুরুষ ও নারী থ্রোবল দল ভারত যাবে। তাদের ড্রেস স্পন্সর করেছে দেশের অন্যতম ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও হোম এ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সিনিয়র সহ-সভাপতি তারেক ইকবাল খান মজলিসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়রা

এফ.এম. ইকবাল বিন আনোয়ার বলেন, থ্রোবল আসলে ভলিবল ও হ্যান্ডবলের কম্বিনেশন। ভারতের বেঙ্গালুরুতে এবার আমাদের যে টিম যাচ্ছে, আশা করছি তারা বেশ ভালো করবে। কলকাতা হয়ে বেঙ্গালুরু যেতে হবে। লম্বা ভ্রমণ। তাই আগেভাগেই রওয়ানা হবে আমাদের দল।

সাধারণ সম্পাদক শামীম আল মামুন বলেন, এর আগে আমরা ২০১২ সালে মালয়েশিয়ায় পেন্টাগুলার টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম। সেবার আমরা তৃতীয় হয়ে তাম্রপদক জিতেছিলাম। এবার শ্রীলঙ্কাকে হারাতে পারলে রৌপ্যপদক জয়ের আশা করছি। মালয়েশিয়ায় শ্রীলঙ্কার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। এবার অবশ্য আমাদের প্রস্তুতি আগের চেয়ে ভালো। আশা করছি ভালো করতে পারবো।

বাংলাদেশ দলের সঙ্গে দুজন রেফারিও যাচ্ছেন। তারা হলেন শরীফুল ইসলাম ও মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ইয়া/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।