ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

‘বুড়ো’ পিরলোর অভিজ্ঞতায় গোল বঞ্চিত কাকা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
‘বুড়ো’ পিরলোর অভিজ্ঞতায় গোল বঞ্চিত কাকা (ভিডিও) ছবি : সংগৃহীত

ঢাকা: জুভেন্টাসের সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রে পিরলোর নির্দেশনা মতো ঝাঁপিয়ে পড়ে ব্রাজিল তারকা কাকার ফ্রি-কিক রুখে দিয়েছেন নিউইয়র্ক সিটির গোলরক্ষক। পিরলোর অভিষেক ম্যাচে কাকার অরলান্দো সিটির বিপক্ষে ৫-৩ গোলে জয় পায় নিউইয়র্ক।



দীর্ঘদিন একই সঙ্গে এসি মিলানে খেলেছেন ইতালির ৩৬ বছর বয়সী তারকা পিরলো এবং ব্রাজিলের ৩৩ বছর বয়সী কাকা। সাবেক সতীর্থের সবকিছুই যেন এখনও পিরলোর নখদর্পনে। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত মিলানের হয়ে খেলেছেন পিরলো। আর কাকা ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এর আগে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত পিরলোর সতীর্থ হয়ে মিলানে খেলেন ব্রাজিলের তারকা।

ম্যাচের এক পর্যায়ে নিউইয়র্কের ডি-বক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি-কিক নেওয়ার জন্য প্রস্তুত হন অরলান্দো সিটির তারকা কাকা। এ সময় নিজেদের ডি-বক্সে মানব প্রাচীর তৈরি করে নিউইয়র্ক।

ব্রাজিল তারকা ফ্রি-কিক নিতে আসলে পিরলো সকলের দৃষ্টি এড়িয়ে নিজ দলের গোলরক্ষককে আঙ্গুল দিয়ে নির্দেশ দেন বামদিকে ঝাঁপ দেওয়ার। ম্যাজিকের মতোই গোলরক্ষক বামদিকে ঝাঁপ দিয়ে কাকার বাঁকানো অসাধারণ শটটি রুখে দেন।

২০১১ সাল থেকে ২০১৫ এই চার মৌসুমে জুভেন্টাসের হয়ে ১৬৪ ম্যাচ খেলেন পিরলো। গোল করেন ১৯টি। এর আগে এ অভিজ্ঞ মিডফিল্ডার এসি মিলানের হয়ে ক্লাব ক্যারিয়ারের সিংহভাগ সময় অতিবাহিত করেন। ২০০১ থেকে মিলানের হয়ে তিনি দশ মৌসুমে ৪০১ ম্যাচে মাঠে নামেন।

কাকার সেই ফ্রি-কিকের ভিডিওঃ


বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।