ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

চেলসির ফেলিপ লুইস ফের অ্যাতলেতিকোয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
চেলসির ফেলিপ লুইস ফের অ্যাতলেতিকোয় ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ছেড়ে পুরোনো ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন ব্রাজিলের তারকা ফুলব্যাক ফেলিপ লুইস। হোসে মরিনহোর চেলসি ছেড়ে চার বছরের জন্য দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোতে দ্বিতীয় মেয়াদে পাড়ি জমালেন লুইস।



২৯ বছর বয়সী ব্রাজিলের তারকা এ লেফটব্যাককে ব্লুজদের থেকে নিতে সিমিওনের দলটিকে ব্যয় করতে হয় ১৫.৮ মিলিয়ন পাউন্ড। একই মূল্যে গত বছর অ্যাতলেতিকো থেকে চেলসিতে নাম লিখিয়েছিলেন লুইস।

ব্রাজিলের হয়ে ১৮ ম্যাচ খেলা লুইসকে পেয়ে অ্যাতলেতিকোর ডিরেক্টর লুইস পেরেজ বলেন, আমরা সকলে ফেলিপকে ভালো করেই জানি। আমরা বিশ্বের সেরা একজন লেফটব্যাককে পেয়ে দলটিকে আরও শক্তিশালী করতে পারব। লুইসও আমাদের দলটিকে ভাল করেই জানে। ফলে, খুব অল্প সময়ে সে দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে বলে আশা করি।

এর আগে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত অ্যাতলেতিকোতে খেলেছিলেন লুইস। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ১৮০ ম্যাচ খেলা ব্রাজিলের এ তারকা বলেন, আমি নতুন করে আবারো অ্যাতলেতিকোতে ফিরে এসেছি। এক বছরের জন্য চেলসিতে খেলতে পারায় ইংলিশ ক্লাবটিকে আমি ধন্যবাদ জানাই। তাদের হয়ে আমি অসাধারণ একটি মৌসুম পার করেছি। চেলসির কোচ, সতীর্থ, টিম ম্যানেজমেন্ট আর স্ট্যামফোর্ডের সকল সমর্থক আমাকে সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমাকে আবারো পুরোনো ক্লাবে খেলার সুযোগ দিয়েছে বলে অ্যাতলেতিকো মাদ্রিদের সকলকে ধন্যবাদ জানাই।

চেলসির হয়ে লুইস এক মৌসুমে খেলেছেন ২৬টি ম্যাচ। ক্লাবটির হয়ে জিতে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আর লিগ কাপের শিরোপা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।