ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

অক্টোবরে চট্টগ্রামে শেখ কামাল গোল্ডকাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
অক্টোবরে চট্টগ্রামে শেখ কামাল গোল্ডকাপ

ঢাকা: এ বছরের অক্টোবরে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ’ তবে এ টুর্নামেন্টের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

১৮ থেকে ২৮ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এ টুর্নামেন্টটি।

দেশি-বিদেশি মিলিয়ে মোট আটটি ক্লাব অংশ নেবে এবারের আসরে। এর মধ্যে ভারতের মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, নেপালের পুলিশ ক্লাব, ঢাকার মোহামেডান, আবাহনী ও চলমান প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন দল এবং চট্টগ্রাম আবাহনী এই টুর্নামেন্টে অংশ নিতে পারে। এছাড়া শ্রীলঙ্কা থেকেও একটি ক্লাবকে আনা হতে পারে।

বিদেশি দুই ক্লাবের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। কলকাতার ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের খেলাটা প্রায় নিশ্চিত। নেপালের পুলিশ দলের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে এখনও বাকী একটি বিদেশি ক্লাবকে চূড়ান্ত করা হয়নি। তবে তা হতে পারে শ্রীলঙ্কা অথবা মালদ্বীপের কোনো ক্লাব।

উল্লেখ্য, ঢাকায় সর্বশেষ ১৯৯২ সালে ক্লাবগুলোকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সেটির নাম ছিল 'মা মনি গোল্ডকাপ'। আর চট্টগ্রামে সর্বশেষ বড় টুর্নামেন্ট হয়েছিল ১৯৮২ সালে। ওই টুর্নামেন্টের নাম ছিল ‘মেয়র কাপ। ’ সেবার সবাইকে চমকে দিয়ে ভারতের ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের মতো ক্লাবকে টপকে শিরোপা জিতেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।