ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

আবাহনীর শিরোপা স্বপ্নের সলিল সমাধি

স্পোর্টস করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আবাহনীর শিরোপা স্বপ্নের সলিল সমাধি

ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে ‘দ্য স্কাই ব্লু বিগ্রেড’ খ্যাত ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ‘অল রেডস্’ খ্যাত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এ পরাজয়ের ফলে আবাহনীর শিরোপার স্বপ্নের সলিল সমাধি হয়েছে।



১৮ ম্যাচে এটি মুক্তির অষ্টম জয়। ২৫ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। ওদিকে নিজেদের ১৭তম ম্যাচে এটা আবাহনীর চতুর্থ হার। ৩১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চার নম্বরে। মজার বিষয় টানা সাত ম্যাচ পর অবশেষে আবারও জয়ের ধারায় ফিরলো প্রথম লেগে সাড়া জাগানো দল মুক্তিযোদ্ধা।

মুক্তির অধিনায়ক-ফরোয়ার্ড এনামুল হক ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন। লিগে এটি এনামুলের ব্যক্তিগত ১৩তম গোল। যা দেশি ফুটবলারদের মধ্যে চলমান লিগে সবচেয়ে বেশি গোল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মান্যবর প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী লড়বে সকার ক্লাব ফেনীর বিপক্ষে, বিকেল ৪.১৫ মিনিটে। আর দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল লড়বে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের বিপক্ষে, সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।