ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউকে হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
ম্যানইউকে হারাল পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্ট দল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে শিকাগোতে পিএসজির হয়ে গোল করেন দলটির গোলমেশিন খ্যাত জ্লাতান ইব্রাহিমোভিচ এবং ব্লেইস মাতুইদি।



লুইস ফন গালের ম্যানইউতে শুরুর একাদশে এ ম্যাচে মাঠে নামেন ডি গিয়া, ব্লাইন্ড, ক্যারিক, শোয়াইন্সটাইগার, মাতা, ইয়ং আর ওয়েইন রুনির মতো তারকারা। আরও ছিলেন স্নেইডারলিন, লুক শ আর অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার মতো তারকারা। পিএসজির কোচ লরা ব্লাঙ্ক তার শুরুর একাদশে মাঠে পাঠান থিয়াগো সিলভা, ম্যাক্সওয়েল, ভেরাত্তি, মাতুইদি, লুকাস মৌউরা আর ইব্রাহিমোভিচদের মতো তারকাদের। এছাড়া ছিলেন ব্রাজিল তারকা ডেভিড লুইজ।

ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ম্যানইউয়ের জালে বল জড়িয়ে লিড নেওয়া গোলটি করেন মাতুইদি। লুকাস মৌউরার অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। আর ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইব্রা। ম্যাক্সওয়েলের অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি আসে।

বাকী সময়ে আর কোনো গোলের দেখা পায়নি বেশ কয়েকবার সুযোগ তৈরি করা পিএসজি। তবে, ম্যাচে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ফন গালের শিষ্যরাও। ভালো ফিনিশিংয়ের অভাবে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ওয়েইন রুনি বাহিনীকে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।