ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ন্যু ক্যাম্পে ফিরলেন মেসি-নেইমাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
ন্যু ক্যাম্পে ফিরলেন মেসি-নেইমাররা ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার ছুটি কাটিয়ে স্পেনে ফিরেছেন লিওনেল মেসি ও তার স্বদেশী হাভিয়ের মাশ্চেরানো। বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রাজিলিয়ান তারকা নেইমার ও দানি আলভেজও ন্যু ক্যাম্পে ক্লাব সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন।



অবশ্য, নির্ধারিত সময়ের চারদিন আগেই বার্সেলোনায় ফিরেছেন মেসি, মাশ্চেরানো। দুজনেরই ০৩ আগস্ট পর্যন্ত ছুটি ছিল। চার লাতিন আমেরিকান তারকার সঙ্গে জার্মান গোলরক্ষক মার্ক আন্দের স্টেগেনের রুটিন মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) তাদের অনুশীলন করার কথা রয়েছে।

তবে এখনো ছুটি কাটাচ্ছেন চিলির হয়ে কোপা জয়ী গোলরক্ষক ক্লদিও ব্রাভো। তিনি আগামী সোমবার ক্লাবে ফিরবেন।

মেসি-নেইমাররা ফেরায় লুইস এনরিকও পূর্ণ শক্তির দল সাজাতে পারবেন। রোববার (০২ আগস্ট) ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচে ফিওরেন্তিনার মুখোমুখি হবে কাতালানরা। এর আগে এ প্রীতি প্রাক- মৌসুম টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে দুটিতেই হার মানে গত মৌসুমে ট্রেবল জয়ীরা।

উল্লেখ্য, আগামী ২৩ আগস্ট অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সা।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।