ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ফাইনালে ময়মনসিংহ-টাঙ্গাইল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
ফাইনালে ময়মনসিংহ-টাঙ্গাইল

ঢাকা: চলমান জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবলের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলা। শুক্রবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নারায়ণগঞ্জ জেলা দলকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ময়মনসিংহের মেয়েরা।

একই ভেন্যুতে দিনের দ্বিতীয় সেমিফাইনালে দিনাজপুর জেলাকে ৬-০ গোলে হারায় টাঙ্গাইল জেলা।

শনিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ময়মনসিংহের মুখোমুখি হবে টাঙ্গাইল জেলা।

প্রথম সেমিফাইনালে নারায়নগঞ্জ জেলার বিপক্ষে ৬-১ গোলের জয় তুলে নেয় ময়মনসিংহ জেলা। বিজয়ী দলের পক্ষে মার্জিয়া, ইয়াসমিন, আনুচিং, সাজেদা, মারিয়া মান্ডা এবং শামসুন্নাহার একটি করে গোল করেন। নারায়নগঞ্জের হয়ে সান্তনাসূচক একমাত্র গোলটি করেন অনুচিং।

দ্বিতীয় সেমিফাইনালে টাঙ্গাইল জেলার পক্ষে কৃষ্ণরাণী একাই করেন ৪ গোল। রাজিয়া এবং মুন্নি করেন একটি করে গোল। দিনাজপুরের মেয়েরা একবারও বল পাঠাতে পারেনি টাঙ্গাইলের জালে। ফলে ৬-০ গোলের হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।