ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ফেনী সকারের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
ফেনী সকারের জয়

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ফেনী সকার। আবাহনীর হয়ে গোল দুটি করেন যাত্তা মোস্তফা ও দাউদা সিসে।



শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত ম্যাচটি একদিন আগেই মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় 'কোমেন' এর কারণে একদিন পিছিয়ে অনুষ্ঠিত হলো।

চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় ফেনী সকার। ১২ মিনিটে স্পট কিক থেকে গোলটি করেন যাত্তা মোস্তফা। আর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন দাউদা সিসে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ার ফলে ঘরের মাঠে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

এ জয়ের ফলে ১৭ ম্যাচে ফেনী সকারের সংগ্রহ ১৮ পয়েন্ট, অবস্থান সপ্তম। আর সমান সংখ্যক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ১১ পয়েণ্ট, অবস্থান দশম।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।