ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

রাসেল-ফরাশগঞ্জ ম্যাচ স্থগিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
রাসেল-ফরাশগঞ্জ ম্যাচ স্থগিত ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুক্রবার চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের দ্বিতীয় শেখ রাসেল বনাম ফরাশগঞ্জের মধ্যকার ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এরপর পর বেশ কয়েকবার বৃষ্টি কিছুটা কমলে চেষ্টা করা হয় ম্যাচটি শুরু করার।

কিন্তু পর্যবেক্ষণ করে মাঠ খেলার অনুপযোগী হওয়াতে ম্যাচটি স্থগিত করার নেন ম্যাচ কমিশনার ফাইজুল ইসলাম আরিজ। আগামীকাল বিকেল ৪.৩০ মিনিটে এ ম্যাচটি  অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
 
১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর ১৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে অবস্থান করছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৫
ইয়া/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।