ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ডোপ টেস্টে প্রমাণিত ব্রাজিলিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
ডোপ টেস্টে প্রমাণিত ব্রাজিলিয়ান ফুটবলার ছবি: সংগৃহীত

ঢাকা: নিষিদ্ধ দ্রব্য হাইড্রোক্লোরোথিয়াজায়েদে সেবনে প্রমাণিত হয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। জুন-জুলাইয়ে কোপা আমেরিকা চলাকালীন এমন নিষিদ্ধ দ্রব্য সেবন করেছেন বলে নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।



এদিকে ২২ বছর বয়সী ফ্রেড এ ব্যাপারটিকে অস্বীকার করেছেন। যেটি ছিল মুত্রবর্ধক। শাখতার দনেস্কের হয়ে খেলা এ ফুটবলার বলেন, ‘আমি অবৈধ কোন কিছু ব্যবহার করিনি। আমি আমার নিষ্পাপ ক্যারিয়ারের ওপর বিশ্বাস করি এবং আমি এটা প্রমাণ করে ছাড়বো। ’

কোপা আমেরিকায় সবাইকে বিস্মিত করে সেলেকাওদের দলে জায়গা করে নেন ফ্রেড। তিনি পেরু ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাঠেও নামেন।

অন্যদিকে সিবিএফ জানিয়েছে টুর্নামেন্ট চলাকালীন ফুটবলারদের জন্য সংস্থাটি যেসব ঔষধ পাঠিয়েছিল তার মধ্যে নিষিদ্ধ এই দ্রব্য ছিল না।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।