ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

রোববার ভারত যাচ্ছে বাংলাদেশ থ্রোবল দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
রোববার ভারত যাচ্ছে বাংলাদেশ থ্রোবল দল ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বেঙ্গালুরুতে ৭ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে ‘পেন্টাগুলার আন্তর্জাতিক থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০১৫। ’ এ টুর্নামেন্টে অংশ নিতে ৩২ সদস্যের বাংলাদেশ পুরুষ ও নারী থ্রোবল দল ভারত যাচ্ছে।



এবারের টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সিঙ্গাপুর এ পাঁচটি দল অংশ নেবে। বাংলাদেশ দলের ড্রেস স্পন্সর করেছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন এ বিষয়ে বলেন, ‘রোববার (০২ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে আমরা ভারতের উদ্দেশ্যে যাত্রা করব। এবারের প্রতিযোগিতায় ৩২ সদস্যের বাংলাদেশ দল অংশ নিচ্ছে। যার মধ্যে রয়েছেন ২৩ জন নারী ও পুরুষ খেলোয়াড়, ২ জন রেফারি, ২ জন কোচ, ১ জন সহকারী কোচ, ২ জন ম্যানেজার, ১ জন সহকারী ম্যানেজার ও একজন সদস্য। ’

এর আগে বাংলাদেশ থ্রোবল দল মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সেখানে পুরুষ বিভাগে ব্রোঞ্জ পদক জেতে। এবার আরও ভালো ফল করার প্রত্যাশা নিয়ে ভারত যাচ্ছে তারা।

থ্রোবল খেলাটি অনেকটা ভলিবলের খেলার মতোই। এতে মোট ২৫ পয়েন্টের খেলা হয়। তবে ভলিবলে খেলোয়াড় থাকেন ছয়জন, আর থ্রোবলে খেলোয়াড় থাকেন সাতজন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।