ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

স্পেশাল অলিম্পিক

স্মরণের চমক, বাংলাদেশের ঝুলিতে ১৮ স্বর্ণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
স্মরণের চমক, বাংলাদেশের ঝুলিতে ১৮ স্বর্ণ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে চলমান স্পেশাল অলিম্পিক গেমসের ১৪তম আসরে এবারও চমক দেখিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। এরমধ্যে সাটলার স্মরণ মোহাম্মদ ব্যাডমিন্টনে সিঙ্গেল ও ডাবলস মিলিয়ে মোট ৭টি স্বর্ণ পদক জিতে চমক দেখিয়েছেন।

তিনি সিঙ্গেলসে ৪টি এবং ডাবলসে ৩টি স্বর্ণ জিতেছেন।

গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া চলমান স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণ পদকটি জিতেছিলেন সাঁতারু পারুল আক্তার। মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইলে এই পদক জয় করেন তিনি। এ পর্যন্ত মোট ১৮টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

এ আসরে বাংলাদেশসহ মোট ১৭৭টি দেশের প্রায় ৭ হাজার প্রতিযোগী অংশ নিয়েছে। বাংলাদেশের হয়ে ৮০ সদস্যের দল এ আসরে অংশ নিয়েছেন।

মোট ২৫টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে ৬টিতে। এগুলো হল: অ্যাকুয়াটিকস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বচ্চি, ফুটবল ও টেবিল টেনিস। তবে সব ডিসিপ্লিনেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। শুধু আক্ষেপ রয়ে গেছে ফুটবলেই। কারণ ফুটবলে কোনো সাফল্য পায়নি বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ০১ আগষ্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।