ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ক্লাব প্রীতি ম্যাচে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
ক্লাব প্রীতি ম্যাচে লিভারপুলের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব প্রীতি ম্যাচে এইজেকে-কে ২-০ গোলে হারিয়ে সহজ জয় পেয়েছে লিভারপুল। জয়ী দলের হয়ে একটি করে গোল করেন ডিভোক ওরিগি ও ফিলিপ কোতিনহো।



হেলসিংগিন অলিম্পিয়াস্তেদেনোতে ম্যাচের শুরুতে দু’দলই দারুণ লড়াই করে যায় তবে কোন গোলের দেখা পায়নি তারা। ইংলিশ জায়ান্ট লিভারপুল বেশ কয়েকবার সুযোগ পেলেও স্বাগতিকরা রক্ষণাত্বক হয়ে তা ঠেকিয়ে দিয়েছে। পরে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে অবশ্য নিজেদের ছন্দ খুঁজে পায় অল রেডসরা। এরই সুবাদে ম্যাচের ৭৩ মিনিটে ওরিগি গোল করে দলকে এগিয়ে নেন। আর ছয় মিনিট পরেই লিড দ্বিগুন করেন ব্রাজিলিয়ান তারকা কোতিনহো।

খেলার নির্ধারিত সময়ে আর গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগষ্ট ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।