ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বার্সার টানা তৃতীয় হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
বার্সার টানা তৃতীয় হার ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো হেরেছে স্প্যানিশ জায়ান্ট দল বার্সেলোনা। মেসি-নেইমারকে ছাড়া নতুন মৌসুম শুরুর আগে এটি বার্সার টানা তৃতীয় হার।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে লুইস এনরিকের শিষ্যরা।

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির বিপক্ষেও হেরেছিল কাতালানরা। তবে, যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক এলএ গ্যালাক্সিকে হারিয়ে শুভ সূচনা করেছিল বার্সা।

অন্যদিকে টানা দুই ম্যাচ জিতল ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা। প্রথম ম্যাচে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজির কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে বেনফিকাকে হারায় ক্লাবটি। নিজেদের শেষ ম্যাচে ইতালির ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন হোসে মরিনহোর চেলসি।

এ ম্যাচের শুরুতেই লিড নেয় ফিওরেন্টিনা। খেলার চতুর্থ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন ইতালির অনূর্ধ্ব-২১ এর মিডফিল্ডার ফেদেরিকো বার্নারদেশচি। দ্বিতীয় গোলটিও আসে ২১ বছর বয়সী উঠতি এ ইতালিয়ান তারকার থেকে। খেলার ১২ মিনিটের মাথায় বার্নারদেশচির পূর্ণ হওয়া জোড়া গোলের সুবাদে ২-০তে এগিয়ে যায় ফিওরেন্টিনা।

তবে, ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান কমায় বার্সা। ইভান রেকিটিকের অ্যাসিস্টে গোল করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধের বাকী সময়ে আর কোনো গোল করতে না পারলে নির্ধারিত সময় শেষে ২-১ গোলের পরাজয় মেনে নিতে হয় গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সাকে।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।