ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ফিফা প্রশ্নে চটেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
ফিফা প্রশ্নে চটেছেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ফিফার সমালোচনায় মুখোর পুরো বিশ্ব। দুর্নীতিতে ছেয়ে গেছে সংগঠনটির আগাগোড়া।

বিশেষ করে ২০২২ সালে কেন কাতারকে বিশ্বকাপের আয়োজন দেওয়া হলো, এ নিয়েই চলছে মূল বিতর্ক। আর এ ব্যাপারটি নিয়ে মনে হচ্ছে একটু বেশিই চটেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

ফিফার দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করায় রেগেমেগে রোনালদো সাক্ষাৎকারের আসন ছেড়েই চলে যান। ব্রিটিশ মিডিয়াগুলো জানায়, ফিফার প্রসঙ্গ উঠতেই রোনালদো নাকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলে দেন, ফিফা, কাতার নিয়ে আমার কিছু যায় আসে না।

ফুটবলের গভর্নিং বডির ১৪ সদস্যের ওপর বিভিন্ন অভিযোগ ওঠে। যেখানে পূর্বের নয় সদস্য ও বর্তমান কর্মকর্তারা রয়েছেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দুর্নীতির ব্যাপক অভিযোগ ছিল। আর এ সংস্থার প্রধান কর্তা হিসেবে থাকা সেপ ব্লাটারের দিকেও অভিযোগের তীর ছুটে যায়।

এদিকে পর্তুগিজ অধিনায়ককে সাক্ষাৎকারে ফিফা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি রীতিমতো ঝড় তোলেন।

সিএনএনকে রোনালদো বলেন, ‘আমি ফিফা ও কাতারের কথার কোন তোয়াক্কা করি না। ’ সংস্থাটির সম্পর্কে ‘কটুবাক্য’ করে সিআর সেভেন বলেন, ‘এর সম্বন্ধে আমি কোন কথাই বলতে চাই না। ’

যুক্তরাষ্ট্র ভিত্তিক তদন্ত সংস্থা এফবিআই এখনও অনুসন্ধান করছে যে, কোন রকম ঘুষের মাধ্যমে ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রাশিয়া ও কাতারকে দেওয়া হয়েছিল কিনা?

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগষ্ট ০৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।