ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউর জার্সিতে তোলপাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
ম্যানইউর জার্সিতে তোলপাড় ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন জার্সি স্পন্সর ‘অ্যাডিডাস’ শুরুতেই তোপের মুখে পড়েছে। ম্যানইউর হোম জার্সির নারী ভার্সন নিয়েই যত আপত্তি।

এর ডিজাইন নিয়ে রীতিমত সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সম্প্রতি ইংলিশ জায়ান্টদের সঙ্গে ৭৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ১০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয় বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। শনিবার (০১ আগস্ট) ম্যানইউর ২০১৫-১৬ মৌসুমের হোম জার্সির ডিজাইন প্রকাশ করা হয়।

কিন্তু, নারীদের জন্য তৈরি জার্সিটির ঘাড় বা গলার অংশটি মাত্রাতিরিক্ত বড় হওয়াতেই বিপত্তি ঘটে। এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অসন্তুষ্টি ব্যক্ত করেন ম্যানইউর নারী সমর্থকরা।

হেলিন নামে এক সমর্থক টুইটারে উল্লেখ করেন, ‘পুরুষদের তুলনায় মেয়েদের জার্সির ‘ভি’ গলার অংশটি কেন এতো বড়? এটি অনেক নিচের দিকে নেমে এসেছে। আমার মতো অনেকেই এ ডিজাইনটি পছন্দ করবে না। ’

এরকম অনেক সমর্থকই টুইটারের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ একে যৌন আবেদনময়ী জার্সি হিসেবে অবিহিত করেছেন। এখন দেখার বিষয়, অ্যাডিডাস নারী ভার্সনের জার্সির ডিজাইনে কোনো পরিবর্তন আনে কিনা?

এদিকে, অ্যাডিডাসের মুখপাত্র বলেন, ‘ইংল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমে ভোটাভোটির মাধ্যমে নতুন জার্সির ডিজাইন করা হয়েছে। সেখানে ৭৫ শতাংশ পাঠক নারী ভার্সনের জার্সিতে সমর্থন দিয়েছেন। ’

ওল্ড ট্রাফোর্ডে ০৮ আগস্ট টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে রেড ডেভিলসরা। পরবর্তী ম্যাচে ১৫ আগস্ট অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে রুনি-শোয়েনস্টেইগাররা। উল্লেখ্য, এখনো অ্যাওয়ে জার্সির ডিজাইন প্রকাশ করেনি অ্যাডিডাস।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।