ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ইনজুরিতে ছিটকে পড়লেন রোনালদো-বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
ইনজুরিতে ছিটকে পড়লেন রোনালদো-বেনজেমা ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের মিউনিখ সফরে ইনজুরির কারণে বাদ পড়লেন দলের সেরা দুই স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। অডি কাপে অংশ নিতে মিউনিখে যাচ্ছে লস ব্লাঙ্কসরা।



স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি মঙ্গলবার (০৪ আগষ্ট) সেমিফাইনালের ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহামের বিপক্ষে লড়বে। তবে দুই তারকা ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হবে রাফায়েল বেনিতেজের শিষ্যদের।

কাঁধের হালকা ইনজুরিতে ভুগছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। আর অনুশীলনের সময় পেশীতে চোট পেয়ে ছিটকে পড়লেন ফ্রেঞ্চম্যান বেনজেমা।

এদিকে রিয়ালে নতুন যোগ দেয়া কিকো ক্যাসিয়া ২৪ সদস্যের এ দলে রয়েছেন। আর ড্যানিলো ও লুকাস ভাজকুয়েজও আছেন। এছাড়া রিয়ালের বিস্ময় বালক খ্যাত নরওয়ের তরুণ মার্টিন ওদেগার্ডকেও দলে রাখা হয়েছে দলে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগষ্ট ০৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।