ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

অক্টোবরে স্বাধীনতা কাপ ফুটবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
অক্টোবরে স্বাধীনতা কাপ ফুটবল

ঢাকা: গত বছর স্বাধীনতা কাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি। এ বছরও ছিল অনিশ্চয়তার মুখে।

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে স্বাধীনতা কাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে ।

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৮ অক্টোবরের মধ্যে শুরু হবে। মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১১ দলের সঙ্গে একটি আমন্ত্রিত দলসহ ১২ দল এতে অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৯তম রাউন্ড থেকে ২২তম রাউন্ডের খেলাগুলো বডিলি শিফট করে অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।

আরও সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল নিয়েও, যা আগামী ১-১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নশিপ লীগের খেলা আগামী ২৫ অক্টোবর থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে। লিগের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ২টি দল ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৫-১৬’ আসরে উন্নীত হবে। পয়েন্ট টেবিলের নিচে থাকা দলটির অবনমন হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ০৪ আগষ্ট, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।