ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

ফাইনালে মুখোমুখি মারে-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ফাইনালে মুখোমুখি মারে-জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: কানাডায় রজার্স কাপের ফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন অ্যান্ডি মারে। দুজনই টেনিসের শীর্ষ তারকা।

তাই জমজমাট এক ফাইনাল দেখার অপেক্ষায় টেনিস ভক্তরা। কেই নিশিকোরিকে মারে ও জেরেমি চার্ডিকে হারিয়ে জোকোভিচ ফাইনাল নিশ্চিত করেন।

রাফায়েল নাদালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশিকোরিকে পাত্তাই দেননি ব্রিটিশ তারকা মারে। মন্ট্রিয়েলে জাপানিজ তারকাকে তিনি সরাসরি সেট ৬-৩ ও ৬-০ গেমে হারান। অন্যদিকে, ফ্রেন্স খেলোয়াড় জেরেমি চার্ডিকেও সরাসরি সেটে হারিয়েছেন জোকোভিচ। র‌্যাংকিংয়ের এক নম্বর তারকার জয়টি আসে ৬-৪, ৬-৪ গেমে।

তবে নারী এককে অঘটনের শিকার হয়েছেন সেরেনা উইলিয়ামস। টরন্টোয় যুক্তরাষ্ট্রের টেনিস আইকনকে ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিক। অপর সেমিতে ইতালিয়ান সারা ইরানিকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালের টিকিট হাতে নেন রোমানিয়ার সিমোনা হালেপ।

শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টায় মহিলা একক ও ১টায় পুরুষ এককের ফাইনাল ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।