ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

বার্সায় আস্থা রাখছেন ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
বার্সায় আস্থা রাখছেন ইনিয়েস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা কী পারবে ঘুরে দাঁড়াতে? স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিততে হলে কাতালানদের ৫-০ গোলের ব্যবধানে জিততে হবে। তবে দলের ওপর আস্থা রাখছেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।



প্রথম লেগে নিজেদের মাঠে বার্সাকে রীতিমত দুঃস্বপ্ন উপহার দেয় অ্যাথলেতিক বিলবাও। ৪-০ গোলের জয়ে এখন আকাশে উড়ছে কোপা দেল রের রানার্সআপরা। কিন্তু, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। তার ওপর ফিরতি পর্বের ম্যাচটি হবে ন্যু ক্যাম্পে।

তাইতো হাল ছাড়তে রাজি নন ইনিয়েস্তা। ‘আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে, আমরা পারব। পরাজয়ের ব্যবধানটা অনেক। কিন্তু, ঘুরে দাঁড়ানোটা অসম্ভব কিছু নয়। আমর‍া ভুল করেছি বিধায় চড়া মূল্য দিতে হয়েছে। এমন ফলাফল সবকিছুই এখন কঠিন করে তুলেছে। তবে আমরা এর উল্টোটা করার সর্বোচ্চ চেষ্টা করে ট্রফিটা নিজেদের ঘরে রাখতে চাইবো। ’

ইনিয়েস্তার সঙ্গে সুর মিলিয়েছেন ডিফেন্ডার দানি আলভেজ। ‘আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো। ঘরের মাঠে নিজেদের সেরাটা দিলে সবই সম্ভব। ন্যু ক্যাম্পে নব্বই মিনিটই যথেষ্ট। তাছাড়া দুই ম্যাচে আট গোল হওয়াটা তো সাধারণ বিষয়। তবে নিজেদের ওপর আস্থা রাখতে হবে। আমরা পরবর্তী ধাপের জন্য তৈরি। দলের সবাই জয়ের ধারায় ফিরে ট্রফি জিততে মরিয়া। ’

সোমবার (১৭ আগস্ট) ন্যু ক্যাম্পে শিরোপা নির্ধারণী দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।