ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

মাঠে ফিরছেন ডি মারিয়া-ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
মাঠে ফিরছেন ডি মারিয়া-ইব্রা ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে লিলের বিপক্ষে ১-০ গোলে জিতে শুভ সূচনা করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে দলের হয়ে সে ম্যাচে খেলেননি জ্লাতান ইব্রাহিমোভিচ ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৬৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে পার্ক দেস প্রিন্সেসে পাড়ি দেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়া।



এদিকে পিএসজি কোচ লরা ব্লা জানিয়েছেন, খুব দ্রুতই তিনি ইব্রা ও ডি মারিয়াকে মাঠে দেখার ব্যাপারে আশাবাদী।

রোববার (১৬ আগস্ট) আজাছিও’র বিপক্ষে মাঠে নামবে পিএসজি। কিন্তু এ ম্যাচেও থাকছেন না দলের সেরা দুই তারকা। তবে নিজেদের শক্তিমত্তা ঠিক রাখতে আগামী সপ্তাহেই ডি মারিয়া আর ইব্রাকে মাঠে নামাবেন বলে জানিয়েছেন ব্লা।

ম্যাচের আগে সাংবাদিকদের ব্লা বলেন, ‘ইব্রা এখনও শতভাগ সুস্থ হয়নি। তবে নিজেকে ফিট রাখতে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহেই সে মাঠে ফিরতে পারবে। ’

ডি মারিয়া প্রসঙ্গে ব্লা বলেন, ‘ডি মারিয়া এখনও শারীরিক সুস্থতার কাজ করে যাচ্ছে। তবে আগামী সপ্তাহে সেও দলের সঙ্গে অনুশীলন করবে। মারিয়া এখানে নির্ধারিত সময়ের পরে এসেছে এবং এসেই ইনজুরিতে পড়ে। তবে আমি আশা করি দ্রুত সে মাঠে ফিরবে। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।