ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

বদরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
বদরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর জেলার বদরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে বদরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।



এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট ও পৌর মেয়র উত্তম কুমার সাহা।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরী, বি-আহমদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশাত নিগার করবী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।